বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও প্রেমের খবরে শিরোনাম হয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় আসা এই তারকা সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টের পর নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছেন।
শেখ সাদীর সঙ্গে সম্পর্ক ও ভাঙন
কিছুদিন আগে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। এমনকি একটি মামলায় সাদীকে তাঁর জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল। তবে কয়েক মাসের ব্যবধানে খবর ছড়ায়, তাঁদের সম্পর্কে ভাঙন ধরেছে।
জন্মদিনে চমক
গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছেলে পুণ্যের জন্মদিনের আয়োজনে শেখ সাদীর উপস্থিতি দেখে অনেকেই অবাক হন। এতে নতুন করে প্রশ্ন ওঠে—তাহলে কি তাঁদের সম্পর্ক আবারও জোড়া লেগেছে?
ফেসবুকে রহস্যময় ইঙ্গিত
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সানগ্লাস পরা ছবি পোস্ট করে পরীমনি লেখেন—
“এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”
এমন ক্যাপশনের পর মন্তব্যের ঝড় বইতে থাকে। কেউ প্রশ্ন করেছেন, ‘সে কে?’ কেউবা লিখেছেন, ‘সাদী আউট, নিউ ইন।’ তবে এসব নিয়ে কোনো ব্যাখ্যা দেননি পরীমনি।
প্রেমে খোলামেলা পরীমনি
ব্যক্তিগত জীবনে পরীমনি সবসময় খোলামেলা। তাঁর প্রেমের সম্পর্ক লুকানোর চেয়ে প্রকাশ্যেই সামনে আনেন তিনি। শেখ সাদীর সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা ভক্তদের কাছে একপ্রকার ওপেন সিক্রেট হয়ে উঠেছিল।
শরীফুল রাজের সঙ্গে অধ্যায় শেষ
‘গুণিন’ সিনেমার শুটিং সেটে নায়ক শরীফুল রাজের সঙ্গে পরীমনির পরিচয় থেকে প্রেম, পরে বিয়ে এবং এক সন্তানের জন্ম হয়। কিন্তু প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে রাজ ও পরীমনি আলাদা থাকলেও সন্তানকে ঘিরেই মাঝেমধ্যে তাঁদের দেখা হয়।
শেষকথা
তাহলে কি পরীমনি আবারও শেখ সাদীর সঙ্গেই সম্পর্কে ফিরেছেন, নাকি নতুন কোনো প্রেমের আভাস দিলেন?—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। তবে এটুকু নিশ্চিত, পরীমনি তাঁর মতো করেই বাঁচেন, আর সেই জীবনযাপনেই তিনি থাকেন আলোচনার কেন্দ্রে।