আসন্ন জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, “এই নির্বাচন হবে সুষ্ঠু, স্বচ্ছ ও গণতান্ত্রিক উপায়ে। নেতৃত্ব ঠিক করবেন কেবল ভোটাররা।”

তিনি উল্লেখ করেন, জামালপুর জেলা বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান চিরস্মরণীয়। তার সুযোগ্য উত্তরসূরী হিসেবে বর্তমান জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম সাহেব সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আর সাধারণ সম্পাদক হিসেবে আমিও চেষ্টা করেছি সর্বোচ্চ দায়িত্ব পালনের।
এড. মামুন জানান, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন সম্মেলনে ফরিদুল কবীর তালুকদার শামীম সভাপতি পদে এবং তিনি নিজে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন।
ভোটারের সংখ্যা ও কাঠামো
তিনি স্পষ্ট করে বলেন, এ সম্মেলনে মোট ১,৫১৫ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে—
সাতটি উপজেলা থেকে ১০১ জন করে মোট ৭০৭ জন ভোটার,
আটটি পৌরসভা থেকে ১০১ জন করে মোট ৮০৮ জন ভোটার।
এই ১,৫১৫ জনই ব্যালটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।
এড. মামুন বলেন, “যদি কেউ নেতৃত্বে আসতে চান, তবে নিয়ম মেনে মনোনয়নপত্র কিনে নির্বাচনে অংশগ্রহণ করুন। ভোটাররা যাকে বেছে নেবেন, তিনিই হবেন সভাপতি-সাধারণ সম্পাদক। এখানে কাউকে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।”
তিনি আরও যোগ করেন, “ভোটের মুখোমুখি হন, তাহলেই বোঝা যাবে— জামালপুর জেলা বিএনপির নেতাকর্মীরা আসলে কাকে চান।”
— এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন